
অবশেষে পরিস্থিতি বিবেচনায় শনিবার (১১ এপ্রিল) পুরো সিলেট লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম। তারপরও কৌতুহলী লোকজনকে দমাতে অভিযান চালায় ভ্রামম্যান আদালত। লকডাউনের প্রথম দিনে আইন অমান্য করায় ৮৫ ব্যক্তিকে পৌনে ২লাখ টাকা জরিমানা করা হয়। আর লকডাউনের দ্বিতীয় দিনেও আইন না মানার পূণরাবৃত্তি ঘটলো।
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রম থেকে মানুষকে সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছে সরকার। জনসচেতনতায় সেনাবাহিনী, মাঠ প্রশাসন, গণমাধ্যম হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশনা মানাতে চেষ্টা করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বিভিন্ন অজুহাতে ঘর থেকে বেরিয়ে আসছে মানুষ। রোববার (১২এপ্রিল) জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩৩টি টিম মাঠ চষে বেড়িয়েছে। আইন না মানার অপরাধে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ৯৬টি মামলা দায়েরক্রমে এক লাখ ২২ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
সিলেট জেলা প্রশাসনের মিডিয়া কমিউনিকেশনের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (এসিল্যান্ড-কানাইঘাট) মিসবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট জেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩৩টি টিম অভিযান চালায়। অভিযানকালে লকডাউন অমান্যকারীদের ৯৬টি মামলার বিপরীতে এক লাখ ২২ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড করে তাৎক্ষনিক টাকা আদায়ক্রমে মামলার নিস্পত্তি হয়।
তিনি বলেন, এর আগের দিন শনিবারেও (১১ এপ্রির) ৮৫ মামলার বিপরীতে ১ লাখ ৭৫ হাজার ৯শ’ টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায়ক্রমে মামলার নিস্পত্তি করা হয়। জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









