সিলেটে লকডাউনের দ্বিতীয় দিনে সোয়ালাখ টাকা জরিমানা

অবশেষে পরিস্থিতি বিবেচনায় শনিবার (১১ এপ্রিল) পুরো সিলেট লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম। তারপরও কৌতুহলী লোকজনকে দমাতে অভিযান চালায় ভ্রামম্যান আদালত। লকডাউনের প্রথম দিনে আইন অমান্য করায় ৮৫ ব্যক্তিকে পৌনে ২লাখ টাকা জরিমানা করা হয়। আর লকডাউনের দ্বিতীয় দিনেও আইন না মানার পূণরাবৃত্তি ঘটলো।

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রম থেকে মানুষকে সুরক্ষায় বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছে সরকার। জনসচেতনতায় সেনাবাহিনী, মাঠ প্রশাসন, গণমাধ্যম হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশনা মানাতে চেষ্টা করেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বিভিন্ন অজুহাতে ঘর থেকে বেরিয়ে আসছে মানুষ। রোববার (১২এপ্রিল) জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩৩টি টিম মাঠ চষে বেড়িয়েছে। আইন না মানার অপরাধে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে ৯৬টি মামলা দায়েরক্রমে এক লাখ ২২ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

সিলেট জেলা প্রশাসনের মিডিয়া কমিউনিকেশনের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (এসিল্যান্ড-কানাইঘাট) মিসবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট জেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩৩টি টিম অভিযান চালায়। অভিযানকালে লকডাউন অমান্যকারীদের ৯৬টি মামলার বিপরীতে এক লাখ ২২ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড করে তাৎক্ষনিক টাকা আদায়ক্রমে মামলার নিস্পত্তি হয়।

তিনি বলেন, এর আগের দিন শনিবারেও (১১ এপ্রির) ৮৫ মামলার বিপরীতে ১ লাখ ৭৫ হাজার ৯শ’ টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায়ক্রমে মামলার নিস্পত্তি করা হয়। জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

barelkhnews24.comরোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দের মাসিক বেতনের এক দিনের অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আজ ১৩৬৫০/- টাকা প্রদান করা হলো।

এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন প্রধান শিক্ষক আর কে লাইসিয়াম স্কুল

বড়লেখাতে বাড়ির পরে জঙ্গল থেকে চাল উদ্ধার! প্রশ্নবিদ্ধ খাদ্য কর্মকর্তা।barlekhanews24.com

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের এক বাড়ি থেকে সরকারি গুদামের ৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের ভাটাউচি গ্রামের দিনমজুর আব্দুস শুক্কুরের বাড়ি থেকে চাল উদ্ধারের ঘটনা ঘটে। অপরদিকে এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার বিকালে ওই এলাকার মুজম্মিল আলীর বাড়ির পাশের জঙ্গল থেকে আরো ৪ টি প্লাস্টিকের বস্তায় ১২২ কেজি চাল ও খাদ্য অধিদপ্তরের ৮টি খালি বস্তা উদ্ধার করা হয়।এ ঘটনায় শনিবার রাতে থানায় দিনমজুর আব্দুস শুক্কুরকে আসামি করে মামলা করা হয়। তবে দিনমজুরকে আসামি করে চাল ডিলারকে বাঁচাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নানা ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

দিনমজুর আব্দুস শুক্কুরের স্বজন ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ডিলার সুলেমান দিনমজুর শুক্কুরের বাড়িতে ৩০ কেজি ওজনের ৮ বস্তা চাল পাঠান।

বড়লেখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোস্তাক আহমদ বলেন, শুক্রবার ছুটির দিন থাকায় সিলেটে বাসায় ছিলাম। প্রথমদিন নিরাপত্তা প্রহরীকে পাঠাই ঘটনাস্থলে। স্থানীয় ডিলারের স্টক রেজিস্টার নিয়ে আসতে বলি। শনিবার ওই গোদামে খোঁজ নিতে গিয়ে খবর পাই আরো কিছু চাল ও খালি বস্তা পাওয়া গেছে। এগুলোও পুলিশের মাধ্যমে জব্দ করা হয়েছে। যার ঘরে সরকারি চাল পাওয়া গেছে তার নামে মামলা দেওয়া হয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে থানার পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধেও চার্জশীট দেবে। আমরা তো আর মামলা তদন্ত করতে পারিনা।
 
কিন্তু ডিলারের সম্পৃক্ততা থাকার পরও কেনো তাকে এই মামলায় আসামি করা হয়নি জানতে চাইল এই কর্মকর্তা বলেন, এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই-না। মামলায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আসামি দেওয়া হয়েছে। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক চাল উদ্ধারের ঘটনায় একজনের নামে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন উপ-পরিদর্শককে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারাই জড়িত থাকুক, তদন্তে যাদের নাম আসবে তাদেরকে তদন্তের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

করোনা পরিস্থিতি: বড়লেখায় প্রশাসনের ব্যাপক তৎপরতা, জনমনে সন্তুষ্টি barlekhanews24. com

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিনরাত মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সচেতনতামূলক কার্যক্রম, হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ, সরকারি বিভিন্ন নির্দেশনা যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা মনিটরিং করার পাশপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান প্রায়ই রাতের আধারে গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন। যা জনসাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরী করেছে। দূর্যোগময় এই সময়ে প্রশাসনের কর্মতৎপরতায় জনমনে ব্যাপক সন্তুষ্টি এবং স্বস্তি লক্ষ করা গেছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে সুনসান নিরবতা বিরাজ করছে। এতে সব থেকে বেশি বেকায়দায় পড়েছেন দিনমজুর গরীব মানুষজন। কর্মহীন অসহায় মানুষদের যাতে ঘরের বাইরে যেতে না হয় সেজন্যে ঘরে ঘরে ত্রান পৗছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিয়ত মাইকিং এবং প্ররচাপত্র বিলিসহ জনসাধারণের মাঝেঁ মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম-কানুনগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেই বিষয়ে বিভিন্ন এলাকার জনসমাগম স্থানে অবস্থিত হোটেল, চায়ের দোকানসহ দোকান বন্ধ রাখার বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।  করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যরে দাম যেন কেউ বাড়াতে না পার,সে জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনগণের অপ্রয়োজনীয় ঘুরাফেরা রোধ করার জন্য উপজেলার বিভিন্ন হাটবাজারে এ পর্যন্ত ১৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮৮টি মামলায় ৪ লাখ ৭৭ হাজার ১শত টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত প্রবাসফেরত ৭৬ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেকের বাড়ীতে বাড়ীতে গিয়ে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করেছেন।  হোম কোয়ারান্টাইন না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে  এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা এবং পাসপোর্ট জব্দ করা হয়।

উপজেলার কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৫০.৫০ মে.টন চাল ও ২,৫৭,০০০ নগদ টাকা ৫০৫০টি পরিবারের মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের নেতৃত্বে বড়লেখা অফিসার্স ক্লাবের সদস্যদের ১ দিনের বেতনের টাকা দিয়ে একশতটি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও হতদরিদ্র্যের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টি ইউনিয়নের ২০জন ডিলারের মাধ্যমে ৬৫১৩ টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে ১৯২ টন চাল বিতরনের কার্যক্রম চলমান আছে। দুঃস্থ মহিলাদের জন্য ভিজিডির মাধ্যমে ১৫৫২ জন মহিলার ঘরে ঘরে প্রায় ৪৭ টন চাল পৌছে দেয়া হচ্ছে। এছাড়া পৌরসভা এলাকায় প্রতি সপ্তাহে ওএমএসের মাধ্যমে ৩ টন চাল সরবরাহ রাখা হয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, মাননীয় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পরামর্শে এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের নির্দেশনায় বড়লেখা উপজেলার সকল জনপ্রতিনিধি এবং সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমরা সবাই কাজ করে যাচ্ছি। জনগণকে অনুরোধ করে যাচ্ছি আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য। অযথা বাইরে ঘুরাঘুরি না করে ঘরে থাকুন। প্রশাসন সব অবস্থায় সাথে থাকবে।

বড়লেখা উপজেলার বর্ণি, দাসের বাজার, নিজ বাহাদুরপুর,উত্তর শাহবাজপুর এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১০০০ টি পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার barlekhanews24.com

উপজেলা নির্বাহী অফিসার,বড়লেখা মোঃ শামীম আল ইমরানের সরাসরি তত্ত্বাবধানে বড়লেখা উপজেলার বর্ণি, দাসের বাজার, নিজ বাহাদুরপুর,উত্তর শাহবাজপুর এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১০০০ টি পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাল এবং ২.৫ কেজি আলু বা সমপরিমাণ নগদ টাকা সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সহায়তায় ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন ইউনিয়ন হতদরিদ্রের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়োজিত ডিলারদের স্টক পরিদর্শন করেন।

আজ আক্রান্ত ১৩৯ জন, মৃত্যু ৪ জন। পরীক্ষা করা হয়েছে ১৩৪০ জনের। barlekhanews24.com

গত ২৪ ঘন্টায় ১৩৪০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। 

রোববার (১২ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরো জানান, করোনায় আক্রান্ত নতুন ১৩৯ জনের মধ্যে ঢাকায় ৬২ জন বাকিরা বিভিন্ন জেলার। নতুন ৩ জনসহ সুস্থ হয়েছেন ৩৯ জন।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে ভাইরাসটির সংক্রমণ। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর থেকে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা।

রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জনের শরীরে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ৪ হাজার ৩১ জন। বর্তমানে চিকিৎসাধীন ১২ লাখ ৬৭ হাজার ৪৫৬ জন। এদের মধ্যে ১২ লাখ ১৬ হাজার ৮৬৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ৫০ হাজার ৫৯২ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডব চলছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭৭ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জনে।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।

মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।

মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জন।

মৃত্যুর তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন।

এদিকে, জার্মানিতে ১ লাখ ২৫ হাজার ৪৫২ জন মানুষ আক্রান্ত হলেও দেশটিতে মাত্র ২ হাজার ৮৭১ জনের মৃত্যু হয়েছে।

ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫২ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩৩৯ জন।

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। এখানে এখন পর্যন্ত আক্রান্তে সংখ্যা ৭০ হাজার ২৯ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৫৭ জনের।

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় barlekhanews24.com

এর আগে, আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করেন আদালত। গতকাল মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন তিনি।বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ারা জারি করেছেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত। লাল সালু কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানার নথিটিও আদালত থেকে পাঠানো হয় কারাগারে। এবার কারাবিধি অনুযায়ী রায় আজ ফাঁসি কার্যকর করে কারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন ক্যাপ্টেন আব্দুল মাজেদ। ৪৫ বছর দেশের বাইরে পলাতক থাকার পর গত ৬ এপ্রিল গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয় এই দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদ।ষ

সিলেট জেলা ‘লকডাউন’ barlekhanews24.com

সিলেট জেলাকে লকডাউন করা হয়েছে। অবরুদ্ধ ঘোষণা করে জেলা থেকে বাইরে যাওয়া এবং বাইরে থেকে এখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার জরুরি সভায় সিলেট এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টা থেকে এ ঘোষণা কার্যকর করতে কাজ শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কসহ অন্যান্য আঞ্চলিক সড়ক/মহাসড়ক এই ঘোষণার আওতাবহির্ভূত থাকবে।
জরুরিসেবাগুলোও লকডাউনের আওতামুক্ত।

জেলা প্রশাসন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে যা আছে…

ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে আসলে আমাদেরকে তৎক্ষণাৎ অবগত করুন।barlekhanews24. com

মুহতাসিম মাহদী বড়লেখা প্রতিনিধি:: মরণঘাতী করোনাভাইরাস পুরো বিশ্বব্যাপি মহামারী আকারে ধারন করায় মৌলভীবাজারের বড়লেখা থানার অফিসার ইন-চার্জ ইয়াছিনুল হক বলেন বড়লেখা উপজেলায় ঢাকা কিংবা নারায়ণগঞ্জ শহর থেকে যদি কেউ আসেন তা হলে তাৎক্ষনিক ভাবে উনাদের অবগত করবার জন্য অনুরোধ করেছেন ।

এবং দয়া করে কেউ তথ্য গোপন না রাখার জন্য বলেছেন, যদি তথ্য গোপন রাখেন তো দেশ ও জাতির জন্য খুবই ক্ষতি হবে, কেননা বাংলাদেশে ও করোনায় আক্রান্ত ৪২৪ এবং মৃত্যুর সংখ্যা মোট ২৭ জন তাই কেউ তথ্য গোপন রাখবেন না। 

বড়লেখা থানার অফিসার ইন-চার্জ ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশের সকল সদস্যরা দিন রাত জনগণের রক্ষার্থে কাজ করে যাচ্ছে ।

বড়লেখা থানার এস.আই. হযরত আলী দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তা’কে বলেন বড়লেখা উপজেলার প্রতিটি এলাকায়, হাট-বাজারে হ্যানমাইক ব্যাবহার করে উনারা মানুষ কে সচেতন করে যাচ্ছেন, তার পাশাপাশি বড়লেখা থানার পক্ষ থেকে সবাইকে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। 

উনি আরো বলেন ঘরে থাকুন, নিজে ও নিজের পরিবার কে সুস্থ রাখুন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হবার জন্য অনুরোধ করেছেন।

গত ২৪ ঘন্টায় দেশে করো’নায়আ ক্রান্ত ৫৮ জন জন, মৃ’ত ৩ জন

barlekhanews24.com : গত ২৪ করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৮২ জনে গিয়ে দাঁড়ালো। এছাড়া বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। । এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ এ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

এর আগে গতকাল শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৪ জন। এছাড়া আরব ৬ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়