ফ্রি সবজি বাজার।

ফ্রি সবজি বাজার।
করোনা ভাইরাস,কোভিড(১৯) বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে,দেশ লক ডাউন থাকায় আমাদের দেশের বেশীরভাগ মানুষের ঘরে অভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেকে চাল ডাল ইত্যাদি সহযোগিতা করলেও সবকিছু লক ডাউন থাকায় সবজি কিনা সবার পক্ষে সম্ভব হচ্ছে না,তাই বড়লেখার তরুনদের উদ্দোগে “মানবতার দোকান” নামে গরীব,নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার জন্য সম্পুর্ন বিনা মূল্যে সবজি বাজারের আয়োজন করতে যাচ্ছে।
তারিখ,স্থান ও সময় পরবর্তী আপডেটে জানানো হবে।
আমরা আমাদের সামর্থ্য মত কাজ করে যাচ্ছি। আমাদের এই পথযাত্রায় আপনারা যে যার জায়গা থেকে সামর্থ্য মত সাহায্য করবেন আশা করি। দয়া করে শেয়ার করুন। এবং সামর্থ্যমত বিকাশ করুন।
বিকাশ:জাবের আহমদ ০১৭১৭২৮১৪১৩ (পারসোনাল)
ব্যাংক একাউন্ট নাম্বার
jaber ahmed
203_101_21462
Duch bangla bank barlekha
ব্যাবসায়ী,বড়লেখা বাজার
আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিয়মিত আপডেট দেয়া হবে। আপনারা যারা বিকাশ করবেন দয়া করে জবাবদিহিতার স্বার্থে কমেন্টে স্ক্রিনশর্ট ( সমস্যা থাকলে নিজের নাম্বার হাইড করে হলেও ) দিয়ে দিবেন। আমরা সবার নামের তালিকা প্রকাশ করব। *** যারা বিকাশ করবেন সবার নামের তালিকা এবং টাকার পরিমাণ একসাথে পরবর্তী আপডেটে প্রকাশ করা হবে।
*যারা বিকাশে টাকা পাঠাবেন দয়া করে ম্যাসেজে কিংবা অন্যান্য জায়গায় স্ক্রিনশর্ট না দিয়ে কমেন্টে দিন। তাহলে সব তালিকা একসাথে করে সংগ্রহ করতে সুবিধা হবে। আশা করি আপনাদের সাহায্য অব্যাহত থাকবে।

news of mahdi 01816588664

Leave a comment