রাজধানীতে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ব্যাংকটির প্রিন্সিপাল শাখা লকড ডাউন করা হয়েছে। পাশাপাশি ঐ শাখার সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রিন্সিপাল শাখার সব কার্যক্রম বন্ধ থাকবে।

কেরাণীগঞ্জে নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তাদের মধ্যে নারী, কিশোর ও বৃদ্ধ রয়েছে।
চট্টগ্রামে নতুন করে আরো তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএনের এক সদস্য করোনায় আক্রান্ত, তাকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া ৪৩৪ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। লকড ডাউন করা হয়েছে পৌর এলাকা।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
রংপুরের মিঠাপুকুরে ঢাকা ফেরত এক কলেজছাত্র করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন।
news for mahdi 01816588664