বড়লেখায় চাল বিতরনে অনিয়ম দেখা গেলে জনগণের আদালতে বিচার হবে বলেন জননেতা জনাব সুয়েব আহমদ

(অ্যাকশন শুরু)
বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত ১০ কেজি দরের চাউলের ডিলার সুলেমান মিয়ার লুকায়িত ৮ বস্তা চাল ভাটাউছি গ্রামের আব্দুর শুক্কুর মিয়ার বাড়ি থেকে উদ্ধার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a comment