ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে আসলে আমাদেরকে তৎক্ষণাৎ অবগত করুন।barlekhanews24. com

মুহতাসিম মাহদী বড়লেখা প্রতিনিধি:: মরণঘাতী করোনাভাইরাস পুরো বিশ্বব্যাপি মহামারী আকারে ধারন করায় মৌলভীবাজারের বড়লেখা থানার অফিসার ইন-চার্জ ইয়াছিনুল হক বলেন বড়লেখা উপজেলায় ঢাকা কিংবা নারায়ণগঞ্জ শহর থেকে যদি কেউ আসেন তা হলে তাৎক্ষনিক ভাবে উনাদের অবগত করবার জন্য অনুরোধ করেছেন ।

এবং দয়া করে কেউ তথ্য গোপন না রাখার জন্য বলেছেন, যদি তথ্য গোপন রাখেন তো দেশ ও জাতির জন্য খুবই ক্ষতি হবে, কেননা বাংলাদেশে ও করোনায় আক্রান্ত ৪২৪ এবং মৃত্যুর সংখ্যা মোট ২৭ জন তাই কেউ তথ্য গোপন রাখবেন না। 

বড়লেখা থানার অফিসার ইন-চার্জ ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশের সকল সদস্যরা দিন রাত জনগণের রক্ষার্থে কাজ করে যাচ্ছে ।

বড়লেখা থানার এস.আই. হযরত আলী দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তা’কে বলেন বড়লেখা উপজেলার প্রতিটি এলাকায়, হাট-বাজারে হ্যানমাইক ব্যাবহার করে উনারা মানুষ কে সচেতন করে যাচ্ছেন, তার পাশাপাশি বড়লেখা থানার পক্ষ থেকে সবাইকে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। 

উনি আরো বলেন ঘরে থাকুন, নিজে ও নিজের পরিবার কে সুস্থ রাখুন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হবার জন্য অনুরোধ করেছেন।

Leave a comment